হাসতে দেখা

হাসতে দেখা


মানুষ হাসতে তো ঠিকই দেখে,
তবে ভেতরের চেপে যাওয়া কান্নাটা দেখে না।



যদি চাও


ভাসমান কচুরিপানার মতো তোমার প্রান্তরে আমি,
যদি চাও, রেখে দিও আমাকে,
বানিয়ে নিও তোমার, দেখিও অধিকার।
মনে রেখো, যদি হারাও এরপর পাবে না আর।
তুমি যদি চাও, আমি হই তোমার,
বলো, ছিনিয়ে নিবে আছে সাধ্য কার?



পরিবর্তনের অজুহাত


সময়? সে তো শুধু অজুহাত মাত্র,
মানুষ সময়ের আগেই বদলে যায়।
সময় শুধু তার বাহ্যিক রূপটাই পরিবর্তন করে,
অথচ সময়ের ঘাড়েই চাপিয়ে দেওয়া হয় এই সম্পূর্ণ পরিবর্তনের দায়।



শূন্য হাত


তারা ভালোবাসা দেখিয়েও হারিয়ে যায়,
তারা তীব্র মায়া লাগিয়েও ছেড়ে যায়।
তারা স্বপ্ন তো ঠিকই দেখায়,
তবে বাস্তবের বেলাতে ফিরিয়ে দেয় শূন্য হাত,
হয়ে যায় উধাও, হয়ে যায় নাই।



পর পরই


অভিজ্ঞতা যথেষ্ট হয়েছে,
বয়সের যতোই দুপুর চলুক,
মনের ইতোমধ্যেই পূর্ণ রাত্রী।
ঠকতে ঠকতে অবশেষে বুঝেছি,
যতোই মানুষ আপন সাজুক,
নয় কিন্তু সবাই উদার ধাত্রী।

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status