যা থাকে, যা থাকে না

ভুলতে হবে


তোমাকে ভুলবে হবে, মুছতে হবে তোমার নাম,
মুছে দিবো তোমার সব স্মৃতি এবার সত্যিই,
এ ভেবে ভেবেই যেন আবার তোমাকে মনে করি।
ভুলে যাবার নাম ধরে আরও আষ্টেপৃষ্ঠে লেগে যাও,
এত বাহানা ধরে যে বারবার আমার মনে থেকে যাও,
বলো, এরপরও তোমাকে ভুলি কিভাবে?



মূল্যহীন - ২


ভালোবাসা মানে হারিয়ে গিয়েও ফিরে আসা,
ভালোবাসা মানে অপেক্ষা করা,
ভালোবাসা মানে ক্ষমা করেও থেকে যাওয়া।
অথচ তুমি বলো তো ভালোবাসো,
কিন্তু সামান্য বিষয়েও কারণ খোঁজো,
কিভাবে ছেড়ে যাওয়া যায়,
কতোটা দূরত্ব সৃষ্টি করা যায়।
সামান্য কারণ পেলেই তুমি হয়ে যাও উদাও,
এতো বাহানার কি প্রয়োজন বলো?
তোমার আগ্রহতেই বুঝা যায়,
তোমার জীবনে আমার কোন মূল্যই নাই।



যা থাকে, যা থাকে না


সবশেষে কিছুই থাকে না!
থাকে না মানুষ, সম্পর্ক, অধিকার কিংবা যোগাযোগ,
থাকে না হাতে হাত রেখে দেওয়া প্রতিজ্ঞাগুলোও।
শুধু থেকে যায় মায়া, আক্ষেপ আর দুঃখ।



সময়ের নিয়ন্ত্রণ


একসময় আমরা বলতাম,
“আমরা শুধু একজন আরেকজনের জন্যে জন্মেছি।”
শুধুমাত্র সময়ের ব্যবধান,
এখন আমরা ভাবি,
“আমাদের পরিচয় না হলে দু'জনেই আরও ভালো থাকতাম।”
দেখেছো, সময় কতকিছু নিয়ন্ত্রণ করে?
সময়ের পরিবর্তে ইচ্ছে, স্বপ্ন আর ভাবনাদেরও পরিবর্তন হয়।



আমারই হইয়ো


তুমি যদি সুখ হইতে না পারো,
তবে দুঃখ হইয়া আমারে দুঃখই দিও,
যন্ত্রণা হইয়া পুরো দিন আমারে অস্থির রাইখো,
জ্বর হইয়া পুরো রাত আমারে পুড়াইও।
তবুও তুমি আমারে ছাইড়া যাইও না,
অন্য কারো হইয়ো না,
ঐ আক্ষেপের ভার আমি সামলাইতে পারবো না।
দুঃখ হইয়া হইলেও তুমি বরং আমারই হইয়ো।

إرسال تعليق

أحدث أقدم