সুদিন
সুদিনের অপেক্ষায় এপাড়ে দাঁড়িয়ে যখন হাসফাস করছিলাম, নদীর ঐপাড়ে নাকি সুদিনের দেখা পাওয়া যাবে, বলে মাঝি আমাকে ঐপাড়ে নিয়ে যেতে রাজি তো হলো ঠিকই। কিন্তু বিনিময় হিসেবে সে আমার কাছে চাইলো আমার পুরোটা জীবনের সময়।
মূল গল্প
তোমার প্রস্থানেই যদি গল্পের সমাপ্তি হয়ে যেতো,
তবুও মেনে নেওয়া যেতো।
কিন্তু আমার কাছে মূল গল্পের শুরুটাই মনে হলো তোমার প্রস্থান।
এরপর তোমার স্মৃতিগুলো উইপোকার মতো আমার মস্তিষ্ক খেতে লাগলো,
বানিয়ে দিতে লাগলো আমাকে উম্মাদ।
যে উম্মাদীয়তায় আমি নিজের ধ্বংস করে চলেছি ক্রমাগত।
বোকা মন
হায়রে বোকা মন,
আপন আপন কইরা গেলি আজীবন,
অথচ তুই চিনলিই না কে আপন তোর।
আমার বুকে করে বাস, অন্যেরে যে বানালি আপন।
অন্যেরে দিতে দিতে কি পেলি বল?
শুধুই ভাঙলি আমারে আর আমার যতো স্বপন।
মনে পড়ে?
জানার অধিকার রাখি না আর জানি।
তবুও খুব জানতে ইচ্ছে করে,
যাকে মনে পড়ে এ মন পুড়ে,
সে মায়ার মানব মূর্তির কি কখনো আমাকে মনে পড়ে?
ধ্বংস - ৩
আমি তোমাকে ভালোবেসে ধ্বংস হয়েছি এটা ভুল। আসলে আমি ধ্বংস হয়েছি তোমাকে ভুলতে যেয়েই। তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছিলে, নিজের মনের বিরুদ্ধে যেয়ে, অভ্যাসের বিরুদ্ধে যেয়ে আমি তোমাকে ভুলে যেতে চেষ্টা করেছি নিজেকে কষ্ট দিয়ে দিয়ে। এরপরও তোমাকে তো ভুলে যাওয়া হলোই না, বরং ধ্বংস হয়ে গেছি আমি।