জীবনের পুনরাবৃত্তি
আমাদের না যত বয়স বাড়তে থাকে,
ততোই দীর্ঘ হতে থাকে হারিয়ে ফেলার তালিকা।
যাদের সাথে পরিচয় হবারই কথা ছিলো না,
তারা পরিচিত হয়ে আবার হারিয়েও যায়।
তারাও হারিয়ে যায়,
যাদের কখনো হারাবারই কথা ছিলো না।
এটাই যেন জীবনের পুনরাবৃত্তি।
প্রিয় স্বভাব
নিজেকে ঠকানো মানুষের সবচেয়ে প্রিয় স্বভাব।
মানুষ খায় তো নিজের তবে অন্যের জন্যে কাঁদে,
পুষে মায়া অন্যের জন্যে,
রাখে নিজের মধ্যে অন্যের অভাব।
ডুবেছিলাম
আমি বিভোর হয়েছিলাম তোমার মায়ায়,
সেই যে ডুবেছিলাম তোমার আঁখির গহব্বরে!
এরপর আর ভেসে উঠার শক্তি হলো না,
হলো না তোমার মায়া কাটাবার সাধ্য।
তবে কি আমার জীবনটা ছিলোই বরং,
তোমার হাতে ধ্বংসের জন্য বরাদ্দ?
কিংবা আমার মস্তিষ্ক তোমার মায়া কাটাবে,
একবারে বরং গেলে কবরে?
ভুলে যাবার অভিনয়
যতোটা কঠিন ভুলে যাওয়া,
ঠিক ততোটাই সহজ যেন ভুলে যাবার অভিনয়।
কি আর করবো বলো?
আমি যে তবুও তোমার সঙ্গ পাই নি,
করেছিলাম তো যথাসাধ্যই অনুনয়।
ভুলে যাবার কথা দিয়ে শুধু মনকে স্বান্তনাই দিয়ে যাই,
ভুলে যেতে আদৌও পারবো কি পারবো না,
সে কথা না হয় সময় হলে বলবে স্বয়ং সময়ই।
হারানোর পর
যা হারিয়েছি তা হয়তো অমূল্য রত্ন ছিলো!
তবে হারানোর পর আক্ষেপ এতটুকুই,
তোমার বেলায় আমি ঠিক কতোটাই ব্যর্থ ছিলাম?!
আমি জানতামই না,
এর চেয়েও বেশি কিভাবে আগলিয়ে রাখা যায়,
যতোটা আমি চেষ্টা করেছিলাম।
আমি তাও জানতাম না,
এরচেয়ে বেশি কিভাবে চাওয়া যায়,
যতোটা আমি তোমাকে চেয়েছিলাম।