কবিতাঃ প্রশ্নবোধক ২

যে নির্লিপ্ত রজনীতে আমার মস্তিষ্ক শাসন করে স্মৃতিরা তোর,
সে রজনী কেন এত দীর্ঘ হয় বল?
কেন আসে না বল, আজও আমার মুক্তির ভোর?
তুই একবিন্দু মায়াও করলি না, ওহে ছলনাময়ী প্রণয়ঘাতিনী!
তবুও তোরই জন্য কেন আজও কাঁদে বল, আমার এই ব্যথাতুর মন-অন্তর?

রেখে গেলি আমায় অযাচিত বিরহে,
স্বাদ দিলি কেমন হয় ভালোবাসার উপবাস।
কেন মেয়ে দিলি বল,
ভালোবাসার অপরাধে তোর প্রেমিকের গলায় বিচ্ছেদের ফাঁস?
বিনিময়ে কোন পরিতৃপ্তি পেলি বল?
এখন কি করিস তুই তবে তোর প্রত্যাশিত সুখেই বাস?

প্রেমমোহ আর তোর স্মৃতি পুড়ায় কেবল আমার মগজ-হৃদয়।
বল না মেয়ে, তুই তো বলতিস ভালোবাসিস আমায়,
তবে শেষবেলায় কেন দেখালি তোর সে রূপ নির্দয়?
হবি তো কোনো না কোনো জনার একদিন,
তবে আমার হলে তোর কি ক্ষতিই বা হতো বল?
কিই বা ক্ষতি হতো তোর,
যদি না করতি ভালোবাসার নামে এমন বিভৎস ছল?

বিচ্ছেদ চেনালি তাকেই,
তোর হেটে যাওয়া পথেও পুষ্প খোঁজে বেড়ায় যে মানব প্রতিক্ষণ, নিশিদিন।
প্রশ্ন রেখে যাবো আজ,
কি লাভই বা হলো তোর ছেড়ে গিয়ে সে নিরীহ মানবকে?
বানিয়ে সে অধমের দেহ-মন তোরই শৃঙ্খলিত অধীন।

- প্রশ্নবোধক ২

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status