যে চাওয়া অন্যায়
তোমার শূন্যতায় বেদনারা যে গ্রাস করিয়াছে মোরে,
বলো এরপর আমারে আর কেহ কিভাবে পায়?
শূন্য হাতে শূন্য মানব আমি,
শূন্য মুলুক ছিলো মোর হৃদয়।
যে মুলুকের পূর্ণতা হিসাবে তোমারে চাহিয়াছিলাম,
এ ছাড়া ছিলো কি আদৌও মোর আর কোন অন্যায়?
মায়ার নেশা
মায়া এমনই এক নেশা রে খোবায়েব, যা পান করলে মহান বুদ্ধিজীবীও দিক-বেদিক হারিয়ে ফেলে, উম্মাদ বনে যায়, ভালো-মন্দ চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে।
একমাত্র আপন
দুঃখের অনলে পুড়ে মরি,
তবুও না দেখো প্রকাশ করি!
দগ্ধতার যন্ত্রণা নিয়েও দেখো কেমন হেসে চলি!
দুঃখের মাঝেই জীবন হচ্ছে যাপন,
যেন দুঃখই আমার একমাত্র আপন।
সর্বশেষ সম্বল
কবে বুঝবি? আমার হবি?
খুঁজবি না আর ছেড়ে যাবার ছল?
বল না মেয়ে আমায়, দোহাই লাগে বল?
দেখ না মেয়ে, শুধু তোর জন্যে,
পুড়ছে এ হৃদয় সংগোপনে!
হৃদয় খুললে মোর দেখতে পাবি,
প্রেম তুষের আগুন অতল।
বুঝিস না কেন, ও মেয়ে?
তুই আমার হৃদয়ের তৃপ্তির আশ্রয়, সর্বশেষ সম্বল।
ভক্ত
স্বামী স্ত্রী ভক্ত হলে মা হারায় তার সন্তান আর সন্তান মা ভক্ত হলে স্ত্রী হারায় তার বাসস্থান।