তুমিই সব

মায়ার জাদু


প্রেম, সে তো এক ভয়ংকর মায়া-জাদু,
আর প্রেমিকা যেন জাদুকর, প্রশিক্ষিত তান্ত্রিক।
সে জাদুতেই প্রেমিক হয় কপোকাত,
এরপর একদিন প্রেমিকা আস্তানা ছেড়ে সরে যায়,
তবুও বেচারা প্রেমিক সে জাদুতেই বন্ধি হয়ে থাকে,
পেরোতে পারে না আর প্রেমিকার আঁকা মায়ার সে প্রান্তিক।



ব্যর্থতার প্রতিবিম্ব


আমারে ছাইড়া যাইতে পারলে সবাই জেতে, সবাই।
তাই তোমার মন যদি আমার দিকে না টানে,
তবে লোক দেখানো পিছুটান রাইখো না।
তুমিও যাও, সমস্যা নাই জিতবা।
আমি তো শুধু ব্যর্থতারই প্রতিবিম্ব মাত্র,
আমি নিজেরে ব্যর্থতার সাথে দারুণ মানাইয়া নিতে পারি।
অতএব আমাকে নিয়ে নতুন করে ভাবার আর কিছু নাই,
নিজের জন্য তোমার যা ভালো মনে হবে, তাই করো।



তুমিই সব


আমি তোমাতেই রইবো মগ্ন,
তোমাকেই প্রেম জানবো,
আর তোমাকেই ভালোবাসবো।
পারো যতো রোপণ করো আমার মাঝে ব্যথার বীজ,
যদি পারো দাও তবে পৃথিবীর সকল দুঃখ,
তবুও আমি তোমারই কাছে থাকবো।



ভুল জনে অধিকার


যে অধিকারের মানে শেষে শূন্য হাতে ফেরা,
যে অধিকারের ফলাফল অপমান, অপদস্ত হওয়া।
সে অধিকারে জন্মায় হতাশা, ক্ষুন্ন হয় আত্মবিশ্বাস।
ভুল-জনে অধিকার কেবল নিজের উপর ঘৃণাই বাড়ায়,
এছাড়া আর কিছুই দিতেই দিতে পারে না।



ঘর


ঘর কি কেবল ইট-পাথরের হয়?
যার কাছাকাছি থাকলে অদ্ভুত শান্তি লাগে,
যার বুকে মাথা রাখলে শারীরিক ক্লান্তি দূর হয়,
যার স্পর্শ মানসিক তৃপ্তি দেয়,
সে মানুষও তো ঘরই বটে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন