ভালোগুলো তোমাদের হোক

মনে পড়া


নিয়ম করে সারাদিন কত শতবার মনে পড়ে তোমাকে,
কত অনিয়মেও তোমাকে মনে পড়ে,
খেলে-কৌশলে, ইচ্ছায়-অনিচ্ছায়ও মনে পড়ে।
অথচ দেখো,
তোমাকে এটা বলবার অধিকার অব্ধি আমার নেই।



উদাহরণ হইয়ো


আমি যদি বলি, আমার মাথা ব্যথা,
তুমি আমার কপালে মিষ্টি ঠোঁটের স্পর্শ দিও।
যদি বলি, আমার মন খারাপ,
তবে তুমি তোমার বুক পাইতা দিও।
যে রাত্রি আমারে জ্বরে পুড়ায়,
ঐ রাত্রিতে আমার বিছানা হইয়ো।
আমি ভালোবাসার সংজ্ঞা বললে,
তুমি ভালোবাসার উদাহরণ হইয়ো।



একা


জীবন কেমন যাচ্ছে জীবন নিজেও জানে না।
প্রেম, বন্ধু, সঙ্গ - সব ছিলো,
কিছুই আজ আর নেই আমার।
আমার দেখা উপরওয়ালার সৃষ্টিকর্মের সীমা যতটুকু,
ততটুকুতে আমার চেয়ে একা বোধহয় আর কেউ নেই।



ভালোগুলো তোমাদের হোক


একসাথে কতো ভালোর স্বপ্ন দেখেছিলাম,
অথচ আজ তুমি নেই!
এই অদ্ভুত নিয়তি তো শুধু হারিয়ে দোয়া করার।
তাই দোয়াই করি,
আমার হও নি তো কি? আমাদের ভালোগুলো মূল্যহীন?
না, বরং ঐ সব ভালোগুলো তবুও তোমার হোক!
তোমাদের হোক, এখন তুমি যার হয়েছো।



ঘৃণার তীব্রতা


যে বুকে তোমার জন্য প্রাসাদ বানিয়েছিলাম,
প্রাসাদ গুড়িয়ে শুধু পাথরগুলো রেখে গেলে,
আর পাথরের আচরণ তো কঠিন হবেই।
আমি এরপর চাইবো,
আমার মৃত্যুসংবাদও যেন তোমার কর্ণধারে না পৌঁছায়,
তোমার ফেরার প্রতীক্ষা তো অনেক দূরদর্শী হিসেব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন