মাটি ও পাহাড়

পরিস্থিতির শিকার


প্রেমিকেরা চেয়েছিলো, প্রেমিকার প্রেমে উম্মাদ হতে।
হঠাৎ কি জানি কি হয়েছিলো।
হুট করে সকল প্রেমিকেরা বলে উঠেছিলো, প্রেম মিথ্যে।
এরপর সবাই একযোগে আত্মহত্যা করেছিলো।
যখন তুমি বলেছিলে, তুমি ছিলে পরিস্থিতির শিকার।



নতুনত্ব


নতুনত্বে কৌতুহলী মানুষ, সর্বদা নতুনের খোঁজে ঘুরে।
পুরোনো বাড়ি, গাড়ি, সম্পর্কেও আগ্রহ হারিয়ে ফেলে।
অতএব কারো অগ্রাধিকারের আসনে বসে অহংকার,
কিংবা কারো গুরুত্ব না পেয়ে আক্ষেপের কিছু নেই।
নিয়মকে নিয়ম মেনেই সহ্য করে নাও।



দুঃখের কোষাগার


আকাশ থেকে পাতাল অব্দি মেপে দেখেছি,
মেপে দেখেছি আমার বুক কতোটা প্রসস্থ।
দেখলাম, দুটোর মধ্যে আমার বুকের প্রস্থ বেশি।
এখানে দুঃখ জমা দেবার যথেষ্ট জায়গা আছে।
তাই মানুষ এখানে দুঃখ জমা করতে স্বস্তি পায়।



ভালোবাসার ঘর


তুমি দূরত্ব বুঝেও দূরে যাও,
অথচ বুঝো না দূরত্বে কতো শোক।
তুমি তো “থেকে যাও” বললেও বুঝো না,
তুমি কিভাবে বুঝবে অশ্রুসিক্ত চোখ!
তুমি ফুলকে ভালোবাসার প্রতীক হিসেবে চেনো,
অথচ দেখো না,
তোমাকে ভালোবেসে ঘর বানিয়েছে এ বুক।



প্রথম ভালোবাসা


তোমরা বলো প্রাক্তন,
আর আমি বলি আমার প্রথম ভালোবাসা।
আমি তাকে চাইতে গিয়ে আমাকেই চাই নি।
তবুও সে আমার না পাওয়া এক প্রেমিকা,
সে আমার না হওয়া এক সংসার,
আমার হারিয়ে যাওয়া জীবনের সুখ।



মাটি ও পাহাড়


পাহাড় মাটি গিলে খেলো,
ভাবলো তার ক্ষমতা চিরস্থায়ী, অপ্রতিরোধ্য!
মাটিরা সব ভাবলো,
বিন্দু বিন্দু মাটিকণাতেই যে আকাশ ছুঁয়,
মাটির শিকড়েই যে পাহাড়ের গর্ব।
ঘাতক পাহাড় আজ করে কেন তবে প্রতিশ্রুতি ভঙ্গ?
মাটিরা এক হলো,
হাহাকারকে বিপ্লব বানিয়ে সরে দাঁড়ালো।
আর মাটিহীন পাহাড়?
শেষে সেই ঝুললো নিজের ফাঁকা দম্ভের নকশায়।



পুড়ানোর কাঠ


মানুষের অভাব যদি পুরো দুনিয়া দিয়েও পূরণ হতো,
তবে বিচ্ছেদ বলতে কোন শব্দের জন্ম হতো না।
বিচ্ছেদ তখনই হয়, যখন বিপরীতের মানুষ বুঝে যায়,
এবার তার অভাব পুরো সৃষ্টিকূলও মেটাতে পারবে না।
এবার পুড়ানো যাবে ভালো,
যেন বেছে নেওয়া সবচেয়ে ভালো কাঠ।



ভালোবাসা


যখন কারো অসহ্যকর অবহেলায় তুমি ক্লান্ত হয়ে যাও,
তবুও প্রশান্তির আশায় তার কাছেই হাত বাড়াও।
ফের আঘাত পাও, ভেঙে যাও,
এরপরও তাকে ঘৃণা করতে পারো না।
বরং তোমার মনে হয়,
ঘৃণার চেয়ে মৃত্যুটাই হবে হয়তো তৃপ্তির।
আর আমি এটাকেই ভালোবাসা হিসেবে জানি।



ভালোবাসো না


যেদিন ছিলো আমাদের বিদায়ের মূহুর্ত,
আমি তোমার দিকে তাকিয়ে ছিলাম।
ভাগ্যিস তুমি যাবার সময় পেছন ফিরে তাকাও নি।
নয়তো আমি দৌঁড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরতাম,
ভুলে যেতাম, তুমি আমাকে ভালোবাসো না।



ভালো থাকো


ভুলে থাকাতে যদি তুমি সুখ পাও,
তবে ভুলেই থাকো।
দূরে থাকাতে যদি তুমি স্বাচ্ছন্দবোধ করো,
তবে দূরেই থাকো, তবুও ভালো থাকো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন