কবিতাঃ শিহরণী নৃত্য

তুমি এমন এক ফুল,
যাকে দেখতে দেখতে ফুরিয়ে যায় মজুতকৃত সময়,
তবুও দেখবার সাধ কখনও মেটে না।
তুমি এমন এক সুগন্ধি,
যার ঘ্রাণ লেগে আছে আমার সমগ্র শরীরজুড়ে।
বড়ই পাতার গরম পানি ছাড়া এই ঘ্রাণ নিস্তেজ করার আর উপায় নেই।

তুমি এমন এক ভূমি,
যার বুকে এসে থেমে যায় আমার শরীরের সমস্ত ক্লান্তি,
আর শরীর সতেজতা পায় তোমার উষ্ণতায়।
তুমি এমন এক আলো,
যে আলোকিত করে আমার হৃদয়ের গভীরতম অন্ধকারও।
তুমি আড়াল হলেই অমাবস্যা নেমে আসে আমার সমগ্র জীবনে।

তুমি এমন এক নেশা,
যে আমাকে বানিয়েছে মাতাল, বানিয়েছে উন্মাদ।
চোখ বন্ধ করলেই দেখি,
তুমি পেয়ালা ভর্তি প্রেম-কামনার মদ নিয়ে আমার সামনে এসে দাঁড়াও।
আর শিহরণী নৃত্য করে যাও আমার সমগ্র মগজে।

- কবিতাঃ শিহরণী নৃত্য

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন