বিলম্ব অনুধাবন

১. যে সুখ, সেই অসুখ


নির্দিষ্ট মানুষের প্রেম পাওয়া যেমন সুখ,
আবার ঐ মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়াও অসুখ।
মানুষ চাইলেই পারে, কাউকে সুখে রাখতে, কিংবা অসুখে।
আসল কথা হচ্ছে, যে সুখ, সে চাইলেই আবার অসুখও।



২. বিলম্ব অনুধাবন


যাকে কেন্দ্র করে পুরো জনম ঘুরলাম, অবশেষে জানলাম, সে আমার নক্ষত্র নয়।
আরও কাছে গিয়ে দেখি, আমি এতকাল ভুল সময়ে ভুল নক্ষত্রকে ভুল গন্তব্যে প্রদক্ষিণ করে গেলাম।
অবশেষে বিলম্ব অনুধাবন করলাম, খুব যত্ন করে অপচয় করে ফেললাম নিজেরই জীবন।
এই অনুধাবনে আর লাভ কি রইলো?
আমি তো নিজের সাথেই অবিচার করলাম, সাথে হাসি মুখ আর ভালো থাকাটাও হারালাম।



৩. ধৈর্য


ধৈর্য মানুষকে কখনোই ঠকায় না বরং উত্তম সময় সেরা উপহার দেয়।
সুতরাং ধৈর্য ধরো, অবশ্যই তোমার জন্যেও সেরাটা অপেক্ষা করছে।



৪. আক্ষেপ-আবেদন


আমার হও নি এর দায় তোমার থেকেও আমার ভাগ্যের বেশি।
তবে যারই হও সুখী হও,
আমার বুকে বজ্রপাত হচ্ছে হোক দিবা-নিশি।



৫. জীবন্ত লাশ

আচ্ছা তুমি কি জানো?
কখন মানুষ অভিযোগ করা বাদ দিয়ে চুপচাপ হয়ে যায়?
কখন মানুষ কষ্ট পেলেও নিশ্চুপ দাঁড়িয়ে থাকে?
তুমি কি জানো? এ জীবনের কোন অবস্থান?

إرسال تعليق

أحدث أقدم