কবিতা: কাঙালের নিয়তি

একসাথে থাকবার শপথ ছিলো আজীবন,
পথ চলার মাঝেই তুমি ভেঙে দিলে সে প্রতিশ্রুতি।
আমি দাঁড়িয়ে রইলাম পথের ধুলোয়,
আর তুমি বেছে নিলে অন্য ছায়া।
ফেরার সময় একবার পিছন ফিরেও তাকালে না,
যেন আমার প্রতি তোমার কোনদিনও ছিলো না মোহ-মায়া।

তোমাকে আর দোষ দেই কিভাবে বলো?
কারণ এই তো ছিলো এই কাঙালের নিয়তি।
ভাগ্যের দোষে হারালাম তোমাকে!
বলো? ভালোবাসাতে রেখেছিলাম কি কোন কমতি?

যদি পেতাম তোমাকে,
তবুও দিতাম উজাড় করে আমার সমস্ত ভালোবাসা।
ছোট্ট জীবনে পূরন হয় নি যা যা,
তুমিও ছিলে সেগুলোর মধ্যেই একটি অনন্য আশা।
অথচ বলতে যে হৃদয়ে আমার জন্য তোমার অনন্ত প্রেম,
সে হৃদয়েই বাঁধলে আজ অন্যের জন্য বাসা।

- কাঙালের নিয়তি

إرسال تعليق

أحدث أقدم