চেনা-অচেনার মারপ্যাঁচ

১. শেষ ইচ্ছে


আমার কোন শেষ ইচ্ছে নেই!
তবে শেষবারের মতো একদিন দেখা দিও।
ভয় নেই, কিছুই চাইবো না।
শুধু নিঃশব্দে প্রাণ ভরে দেখে নেব একবার তোমাকে।



২. সময়ের সাথে ঝোঁকের পরিবর্তন


আমাদের প্রতি মানুষের যে মোহ আমরা দেখি,
সেগুলোও শুধুমাত্র একটি ঝোঁক।
সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের এই মোহ, মায়া, ঝোঁক এসব বদলে যায়।
কাল যে তোমাকে হারানোর ভয়ে কেঁদেছে,
সে আজ হাসে অন্যের জন্যে।
কাঁদেও বটে, তবে তোমার জন্য না তার বর্তমানকে হারানোর ভয়ে।
সুতরাং সময় একদিন সব বদলে দেয়,
সবচেয়ে সুন্দর সত্যিটাকেও মিথ্যে বানিয়ে দেয়,
আর মিথ্যেটাকে সত্যি বানিয়ে দেয়।



৩. দুঃখের ভালোবাসা


সারাজীবন মানুষের জন্য কত কিছু করলাম,
অথচ স্বার্থ শেষে সবাই ছেড়ে গেলো।
কিন্তু এতবার দূরে সরাতে চাওয়ার পরেও,
দুঃখ আমারে কোনদিনও ছেড়ে গেলো না!
দুঃখ বোধহয় আমাকে বিনা-স্বার্থে ভালোবাসে।



৪. সুখী মানুষ


যে মানুষ যতো কম জানে, জানতে চায়,
কিংবা যার চাহিদা যতো কম,
সে মানুষ ততো বেশি সুখী।



৫. চেনা-অচেনার মারপ্যাঁচ


যাকে কোনদিনও চিনতাম না,
সে একদিন খুব আপন হয়ে গেলো।
তার জন্য আমার মনের কোণে কোণে জন্মালো মায়া।
তারপর আবারও সে একদিন অচেনা হয়ে গেলো,
যেন তাকে কোনদিন চিনতামও না।

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status