ভিক্ষার প্রেম

ভিক্ষার প্রেম


জোর করে হিমালয়ের চূড়ায় চড়া যায়,
কিংবা দখল করা যায় রাজ্য।
কিন্তু জোর করে কারো প্রেম পাওয়া যায় না,
সুযোগ পেলেই জোর করে বেঁধে রাখা পাখি উড়াল দিবেই।
তাই ভালোবাসার জন্য কাউকে জোর করতে নেই।
ঠিক তেমনই চেয়ে ভিক্ষা নেওয়া যায়, ভালোবাসা না।
তাই কখনো কখনো দূরে সরে আসাটাই সমাধান,
অন্তত ভিক্ষার ন্যায় ভালোবাসার চেয়েও উত্তম সমাধান।



সয়ে নেওয়ার চাপ


সয়ে নেওয়ার চাপে পড়ে কতশত কথারা মারা যায়,
যখন মানুষকে বুঝানো কঠিন হয়ে যায়,
আর বুঝাও কঠিন হয়ে যায়।
তবুও বুকে জখম হয়ে রয়ে যায় মানুষকে বলতে না পারা বুকে চাপা পড়া কথাগুলো।



কল্পনা


বাস্তবে যখন আমি পাই না সুখের দেখা,
তখন আমি কল্পনার ব্যবহার করি।
নিজের ইচ্ছামতো গল্প লিখি,
নিজেকে কল্পনা করি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী।



মৃত্যু 


মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের বলতে কিছু নেই।
জন্মক্ষণ থেকে কারো জন্য যদি কেউ অপেক্ষা করে,
সেটা হচ্ছে মৃত্যু।
এবং সে তোমাকে ভালোবাসার কোন বিনিময় চায় না,
চায় শুধু তোমাকে এবং তোমার জন্যেই তার অপেক্ষা যত।



ঝিঁঝি পোকার জীবন


তারপর একদিন সন্ধ্যেবেলার ঝিঁঝি পোকাদের সাথে আড্ডায় বসলাম!
হুট করে তাদের একজন বলে উঠলো,
আমাদের মধ্যে খুব একটা তফাৎ নেই জানো?
তুমি আর আমি তো একই!
এই যে হারিয়ে যাচ্ছি যেমন আমরা, কারো কোন দায় নেই।
তোমাকে হারানোর তীব্র ভয়ও তেমনই কারো নেই।

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status