পঙ্গু মোসলমান

আজও ফিলিস্তিনে শহিদ হচ্ছে হাজারও হুসেইন!
ভাইয়ের র'ক্ত পায়ে মাড়িয়ে ভাইয়েরা চুমু খাচ্ছে শিমারের কপোল।
“হে খোদা, পাঠাও আরেকবার তোমার আবাবিল।”
পঙ্গু মোসলমান করছে আবেদন আকুল।
আবাবিল আসিলে কি হবে ভেবেছো?
তোমাদের এত ভাইদের কোলে বসিয়া ওরা যে করছে পাপ।
আবাবিল কি ছেড়ে দিবে তোমাদের,
না খোদা করিবেন মাফ?

- “পঙ্গু মোসলমান”
- খোবায়েব হুসাইন

প্রকাশকালঃ জুলাই ০৮, ২০২৫

إرسال تعليق

أحدث أقدم