মানুষ ও মুখোশ

 ১.
মুখোশ পড়া মানুষ মৃত মানুষের অভাব দেখায়, যেন এক নাট্য মঞ্চের শোকের দৃশ্য। কিন্তু দায়িত্ব নেওয়ার ভয়ে জীবিত মানুষের আর্তনাদ বুঝে না।
আদতে এসব কেবলই অভিনয় মাত্র!
মানুষ ভাবে, মৃতের জন্য আফসোস না করলে, অন্যেরা কি ভাববে?

২. 
আমি বলেছিলাম, ছেড়ে যেওনা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না।
চলে যাবার বহুদিন পর তুমিও বলেছিলে, “মরে যাও নি তো আর, দিব্বি আছো বেশ।”
আর আমিও মৃদু হাসলাম, এর মানে জানো? দেহের মৃত্যুকেই মৃত্যু হিসেবে জানো তুমি, আত্মার মৃত্যু উপলব্ধি করতে শিখো নি। অথচ তোমাকে ভালোবেসে এই হৃদয় পুড়ে শেষ।

৩.
পুরাতনকে বদলানো মানুষের জন্মগত অভ্যাস।
মানুষ পুরাতন জামা বদলায়, পুরাতন বাড়িও বদলায়, গাড়িও বদলায়।
আর নতুনত্বের সন্ধান পেলে পুরাতন মানুষও বদলায়।

৪.
কথা বলতে বলতে মানুষের প্রতি মায়া জন্মানো সম্ভব।
কিন্তু কথা না বললেই, মায়া কাটানো সম্ভব না।

৫.
অপেক্ষা করুন, আজ যেখানে আপনার অবদান বেশি, একদিন সেখানে আপনার নাম-নিশানাও থাকবে না।

- খোবায়েব হুসাইন

إرسال تعليق

أحدث أقدم