যে নিদ্রার তীব্রতায় ভুলে যাবার আশঙ্কা থাকে সৃষ্টিকর্তাকেই ফজরে

 ১. অভ্যাস


পুরাতনকে বদলানো মানুষের জন্মগত অভ্যাস।
মানুষ পুরাতন জামা বদলায়, পুরাতন বাড়িও বদলায়, গাড়িও বদলায়।
আর নতুনত্বের সন্ধান পেলে পুরাতন মানুষও বদলায়।


২. ব্যবচ্ছেদ


তুমি বুঝিয়েছিলে আর আমিও মেনে নিয়েছিলাম,
তোমার প্রেমও আমার মৌলিক চাহিদা, যেমন ক্ষুধার্ত চায় ভাত।
তবে কেন আজ আমি বঞ্চিত অনাথ? শুনতে কি পাও এই আমার আর্তনাদ?


৩. মেনে নেওয়া


অভ্যাস হয়ে গেলে দুঃখরে আর মনে হয় না।
এই যে আমাকে দেখো, দুঃখরে কত ভয় পাইতাম।
এখন ভাতের বদলে চিবিয়ে খাচ্ছি তিনবেলা।
দুঃখ হজমেও ব্যাপক উন্নতি হয়েছে আমার, তাই আর হজমেও হচ্ছে না ঝামেলা।


৪. স্বান্তনা

তোমার সাথে আমার প্রেম ছিলো শেষ প্রহরের নিদ্রার চেয়েও বেশি গভীর।
অথচ এই প্রহর দুঃস্বপ্নের, এই নিদ্রায় অমঙ্গল হয় বেশি,
নিদ্রার তীব্রতায় ভুলে যাবার আশঙ্কা থাকে সৃষ্টিকর্তাকেই ফজরে।
তাই সৃষ্টিকর্তা নিদ্রা ভেঙে দিয়েছেন আমার এবং সরিয়ে নিয়েছেন তোমাকে।


৫. আপনের উপহার 


আপন মানুষ ছাড়া কি কেউ ব্যথা দিতে পারে? যার প্রতি অনুভূতি আছে ব্যথাও সেই দিতে পারে।
এই যেমন ধরো, অনেক দূরের কারোর মৃত্যুর খবরও আমাদের ব্যথিত করে না।
অথচ নিজের কাছের কারো সামান্য আঘাতের কথা শুনলেও আমাদের কত আফসোস। কারণ তার প্রতি আমাদের আবেগ-অনুভূতি আছে। আর তাই তার জন্য আমাদের দুঃখ হয়, দুঃখ।
অতএব, আমাকে দুঃখ দিতে পারছো মানেই তুমি আমার আপন।


إرسال تعليق

أحدث أقدم