আত্মার অভিশাপ
মানুষকে ঠকিয়ে হয়তো অস্থায়ী সুখ নিশ্চিত করা যায়,
কিন্তু মানুষের আত্মার অভিশাপে চিরদিন সুখী হওয়া যায় না।
দোষটা আমার
জীবনে সুখের ভাগ পাই বা না পাই,
দুঃখের ভাগ বরাবরই আমার।
অন্যকিছু আমার হলো কি হলো জানি না,
তবে দোষটা একান্তই আমার।
মানুষের গুন
মানুষদের মধ্যে রয়েছে এক অদ্ভুত গুন!
মানুষ ভালো মানুষ চায়,
কিন্তু মানুষের ভালো চায় না।
মায়া পুষে নি
ভেঙে চুরমার হয়ে যাওয়া আমিটাকে কেউ কোনদিন সামলাতে আসে নি।
বুঝতে বিলম্ব হয়ে গিয়েছিলো অনেকটাই,
তবুও দিনশেষে বুঝেছি,
যাদের নিজের সবটুকু দিয়ে কাছে থাকতে চেয়েছি,
তারা আমার জন্য কোনদিনও মায়া পুষে নি।
নিষ্পাপদের জেলখানা
হঠাৎ করেই আমার নিষ্পাপদের জেলখানায় ঘুরতে ইচ্ছে হলো,
আর আমিও ঘুরে আসলাম চিরিয়াখানায়।