পাপের আতুর-ঘর

পাপের আতুর-ঘর


কলুষিত হয়ে গেছে এ অন্তর!
সৃষ্টিকর্তাকে ডাকি বিপদেই কেবল,
ভাবি, সৃষ্টিতেই যেন করে আমার সুখ নির্ভর।
মসজিদকে করেছি পর,
বানিয়ে মানুষদের মধ্যেই নিজের ঘর।
সব ব্যর্থতার দায় কেবল আমারই,
এই মনটাই যেন সকল পাপের আতুর-ঘর।



ক্ষুধা 


পেটের ক্ষুধা প্রেমে মিটলে কেউ কারো হক মেরে খেতো না।
আবার কথার ক্ষুধা যদি ভাতে মিটতো,
তবে কেউ কারো জন্য অপেক্ষাও করতো না।



দ্বন্দ্ব


একজন ভুলে যাওয়ার তীব্র প্রচেষ্টায়,
অন্যজন তবুও থাকে অপেক্ষায়, ফিরে আসার প্রার্থনায়।
কি এক অদ্ভুত দ্বন্দ্ব।



আফসোস


আমার কাছে তুমি আফসোসের মতো,
আর আমাদের প্রেমটা যেন ভুল।
ভুল মানুষ একবার করুক বা একশোবার,
আফসোসটা থেকে যায় আজীবন,
তুমিও থেকে যাবে আফসোসের মতো আমার মনে দীর্ঘকাল।



টাকা


সামান্য কিছুর টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছি।
বিক্রি করে দিয়েছি আমার সকাল বেলার ঘুম,
দুপুরের গরমে বাঁশের মেঝেতে দেওয়া আড্ডা,
বিকেলের খেলা কিংবা বন্ধুমহল।

إرسال تعليق

أحدث أقدم