বিনিময়

অভাবের অপমান


অভাবের অপমান গায়ে মাখতে নেই,
তবে মনে রাখতে হয়।
পরিস্থিতি খারাপ হলেই মানুষ চেনা যায়,
এমনিতে তো সবাই আপন হয়।



বিশ্বাস


ভালোবাসায় কোন ভুল থাকে না,
ভুল থাকে বিশ্বাসে।
আর বিশ্বাস? আমি বিশ্বাসকেই বিশ্বাস করি না।
বিশ্বাস আমার মাঝে নিদারুণ নিরাগ্রহ জমিয়েছে,
বিশ্বাসের বেলায় আমাকে দেহ বিলিয়ে দেওয়া নারীও ঠকিয়েছে।



মা


রাগের তীব্রতায় যার মন ভেঙেছি শতবার,
অথচ সে মানুষটা আমাকে তবুও ফিরিয়ে নেন প্রতিবার।
আজ অব্দি উনার গর্বের কারণ হতে পারি নি,
তবুও মানুষটা আমাকে গর্ভধারণে কখনো আফসোস করে নি।
একটু কিছুই হতেই আমি শেষ করে দিতে চাই জীবন আমার।
অথচ জীবন এলো যার মাধ্যমে,
কেঁদে কেঁদেও মুখে আমার প্রতি আশীর্বাদ যার,
তাঁকে হাসানোটা কি অনিবার্য দায়িত্ব ছিলো না আমার?



হওয়া না হওয়া


যে অপেক্ষা নিয়ে যাচ্ছে মৃত্যুর কাছাকাছি,
তুমি হয়েছো অন্য কারো, তবুও আমি তোমারই আছি।
যদি তোমার অপেক্ষায় থেকেই মৃত্যু হয় আমার,
এর মানে কি এই নয়? তুমি আমার হও বা না হও,
পুরো জনমই আমি ছিলাম তোমার?



বিনিময়


সে বলেছিলো,
ছেড়ে যাওয়ার সময় তার আমার প্রতি মায়া হয় নি একটুও।
অথচ আমিও বিন্দুমাত্র অবাক হই নি,
কারণ বিনিময় ছাড়া এ পৃথিবীতে কিছু কি হয়?
যাকে আমি একমুঠ চুড়িও কোনদিন উপহার দেয়ার সামর্থ্য রাখি নি,
সে আমাকে কিসের বিনিময়ে মায়া দেখাবে?
কিংবা মায়া দেখালেও বা আমি কিভাবে এর বিনিময় পূরণ করতাম?
সে সামর্থ্য কি আমি রাখি?

إرسال تعليق

أحدث أقدم