কবিতাঃ দলিল

শর্তগুলা ছিলো দলিলহীন,
তবুও বিশ্বাসের দড়িতে ভালোবেসেছিলাম অনন্ত, সীমাহীন।
বলছিলা, আমারই হইবা, দিনগুলো হইবো রঙিন।
রাখছিলাম যারে মস্তিষ্কে, হৃদয়ের খাঁজে আর অভ্যাসে।
অথচ সে আজ ডিম খায় কোন বেহায়ার থালায়, কোন বাগডাশে?

একটা দলিল, কিছু শর্ত,
তুমি নাম রাখলা তার কাবিননামা।
অন্তরে যারে আঁকড়াইয়াও পাই নি আমি,
অন্য কেউ না চাইয়াও পাইলো কাগজে লেখা তোমার দখলনামা।
বুঝাইলা দলিলহীন প্রেম মানেই ছেঁড়া কাগজের গল্প,
বানাইলা তোমার-আমার সম্পর্ক অজ্ঞাতনামা।

দলিলের দামে কিনলো সে তোমারে,
অথচ দলিল ছাড়া বাঁধছিলা কেন আমারে?
কালির দাগ হইলো তুমি-সম,
যা তোমারে বানাইলো তার আজীবন আপন।
তবে আমারে কেন দেখাইছিলা অতশত স্বপন?
বানাইছিলা কেন আকাশ বিশাল সেই স্মৃতিগুলোর ক্ষণ?

তয় তোমার লাগি দোয়া করি,
যারে বেছে লিখাইলা কাগজে জুড়ি, থাইকো তবু সুখে।
যতোটা সুখে আমি আছি, খোদাই কইরা তোমার নাম আমার এ বুকে।


- দলিল

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status