কি পেলে

আক্ষেপ - ২


আমাকে কেউ কোনদিন বুঝতে চায় নি,
চেষ্টাও করে নি আর্তনাদের কারণ জানার।
চারপাশে এতো মানুষ,
অথচ শিকার আমি তাদেরই অবহেলার।



ছলনা


আমি কখনো বুঝতে পারি নি,
ঐ শীতল চক্ষুও মিথ্যে হতে পারে।
মিথ্যে হতে পারে সে নিষ্পাপ চাহনি।
যেথায় ভর করে দেখেছিলাম পুরো দুনিয়া,
যেন আমার নিজেরই আলো।
অথচ শেষবেলায় যখন খুললাম নিজের চক্ষু,
দেখলাম সবই ছিলো ফিকে, ভ্রান্ত আর মিথ্যে ছলনা।



কি পেলে


তুমি চাইলেই হতো আমাদের সংসার।
অথচ ভেঙেছো হৃদয়, তবুও না নিয়ে হৃদয় ভাঙার দায়ভার।
তুমি চাইলেই হতো আমাদেরও পূর্ণতা।
আচ্ছা, বলবে কি?
কি পেলে আমাকে দিয়ে এই অন্তহীন শূন্যতা?



ভুল


অযত্নে বড় হওয়া আমি এক সুভাস হীন ফুল।
পৃথিবীর সব মানুষ সঠিক হলেও,
একমাত্র আমিই যেন শুধু ভুল।



পরিস্থিতি


কারো পরিস্থিতি বুঝতে না চাওয়াই মানুষের মাঝে সবচেয়ে খারাপ স্বভাব।
মানুষ কে কতটুকু করলো এর হিসেব ঠিকই মনে রাখে।
অথচ মনে রাখে না, কোন পরিস্থিতিতে সে এ'টুকু করলো?
কিংবা এখন কোন পরিস্থিতিতেই বা আছে সে যে আমার জন্যে কিছু করতে পারছে না?
একটু দেখি, আমিই যদি বরং তার জন্যে কিছু করতে পারি?!

إرسال تعليق

أحدث أقدم