বড় হওয়া

মুখোশ - ২


আমি মুখোশ পড়ে থাকতে পারি না,
পারি না করে যেতে ভালো মানুষের অভিনয়।
একাকীত্বই আমার কাছে সুন্দর,
একা থাকতে নিতে হয় না মিথ্যে মুখোশের অভয়।



বড় হওয়া


সামান্য মাথা ব্যথায় মায়ের কোলে শুয়ে থাকা ছেলেটিও আজ মাথা ভর্তি চাপ, গায়ে অসহনীয় অসুস্থতা নিয়ে কাজে যায়।
বুঝা গেলো, ছেলেটি বড় হয়ে গেছে।



প্রয়োজনের প্রিয়জন - ২


প্রয়োজন ফুরালে মানুষ বদলে যায়,
বদলে যায় তাদের মুখের ভাষা।
ততোদিনই মানুষের প্রিয় হওয়া সম্ভব,
যতদিন তুমি মেটাতে পারবে তোমার প্রতি তাদের আছে যত আকাঙ্খা-আশা।



গর্ব


আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো, মায়ের গর্ব হওয়া।
আমার সামর্থ্য থাকলে পৃথিবীর সব সুখ এনে আম্মার আঁচলে বিছিয়ে দিতাম,
আর বলতাম, “নেও আম্মা।
এখান থেকে তোমার যতটুকু লাগে নেও,
বিলিয়ে দাও বাকিটা সবার মাঝে।”
তখন তোমাকে সবাই সম্মান করতো,
অন্তত এভাবে করে হলেও যদি সবার সামনে তোমার গর্ব হতে পারতাম।



খুঁত


কোন মানুষই নিখুঁত না, শুধু অন্যের খুঁতই ধরতে শিখলেন আজ অব্দি।
অথচ নিজের খুঁতের খবর নিলেন না আর না করলেন সংশোধন।

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status