চূড়ান্ত অনুমোদন

চূড়ান্ত অনুমোদন


আমি জানি তুমি ভুল, বৃথা তোমাকে দেওয়া প্রত্যেকটা সময়। আমি জানি তোমার থেকে আমি কোনকালেই সুখ পাবো না, অবহেলা, দুঃখ ছাড়া আর কিছুই দিবে না তুমি। তবুও আমি তোমাকে ভালোবাসা থেকে নিজেকে থামাতে পারছি না, ভুল জেনেও আমি তোমার থেকে নিজেকে ফেরাতে পারছি না। এর মানে কি এই নয়, আমি আমার ধ্বংসকে চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছি?



অগোছালো শাড়ী


ধরো আমি তোমার অগোছালো শাড়ী,
যতবার কুঁচি ছুটে যাবে, গুছিয়ে নিও আমাকে।



নিয়তির খেলা


আমরা একসাথে প্রহর কাটাতে কাটাতে একসাথে জীবন কাটানোর প্রতিজ্ঞা করেছিলাম। অথচ সময়ের ব্যবধানে নিয়তির লিখনে আমরা যে-যার অপরিচিত হয়ে গেলাম, যেন আমাদের কোনকালেও পরিচয় হয় নি।



অনুভূতিহীন প্রেমিকা


তাকে একনজর দেখবার ইচ্ছায় হৃদয়ে কত তৃষ্ণা,
অথচ আমাকে নিয়ে ভাবারও সময় নেই তার।
তাকে শুনতে মন কাঁদে, অথচ একটিবারও কথা বলার ইচ্ছে হয় না তার।
আমাকে নিয়ে সামান্যতম অনুভূতিও নেই যার,
তাকে কি আর বিরক্ত করা যায় বারবার?



অদ্ভুত


তোমরা মানুষেরা আসলেই খুব অদ্ভুত।
তোমরা খুন'ও করো আবার লাশের কাছে ক্ষমাও চাও।

إرسال تعليق

أحدث أقدم