হৃদয়ের অভ্যন্তরে আগলে রেখেছিলাম যাকে,
বক্ষদেশে ছিলো যার অবিচল রাজত্ব।
অসীম এই অনুরাগের বিনিময়ে একদিন সে চাইলো ভিন্নতর কিছু,
মহারানী চাইলো দূরত্ব।
গ্রহণে প্রথমে দ্বিধার ঢেউ উঠেছিল মনে,
তবুও মেনে নিলাম সাদরে তার আকাঙ্ক্ষা।
যদিও তারে ছাড়া জীবন আক্ষেপের হতো জানি,
থাকতো জানি নীরব দুঃখের ছায়া, অসুখী হবারও শঙ্কা।
তবু আমি মান্য করেছিলাম বিনম্র সমর্পণে,
যতটুকু দূরত্ব সে হাসিমুখে চেয়েছিল, তারও বেশি।
কারণ শুনেছিলাম, ভালোবাসা মানে ত্যাগ,
যেকোন মূল্যেই হোক রাখতে হয় প্রিয়তমাকে খুশি।
আমিও ব্যতিক্রম হতে চাইনি,
যেভাবে সে চেয়েছিলো, তার চাওয়াকে পূর্ণ করেছি।
অন্যথায় এ কেমন ভালোবাসা আমার?
হাসিতেই যদি দেখতে না পারি তারে,
তবে কেমনই বা ভালোবাসি?
- কেমনই বা ভালোবাসি
Tags:
poem