এক হওয়া হলো না

বিলম্ব অনুধাবন


সঙ্গ খুঁজতে নিজেকে বিক্রি করে দিলাম এই ভেবে বিনিময়ে পাবো তাদের গুরুত্ব, ভালোবাসা। অবশেষে নিজের দামে দুঃখ কিনে ফিরলাম। এই বিলম্ব সময়ে এসে অনুধাবন করলাম, এসেছিলাম তো একাই, যাবোও একা। কি দরকার ছিলো ক্ষনিকের সঙ্গীদের কাছে নিজেকে বিক্রি করে সুখের নামে দুঃখ কেনার? এই বোধ তোর আগে হলো না কেন খোবায়েব?



সহ্যক্ষমতা


যতোটা ভেঙেছি, আদৌও কি ততোটা দেখিয়েছি?
যতোটা ছিলো সহ্যক্ষমতা, তার চেয়েও ব্যথা দিলে বেশি।



এক হওয়া হলো না


যে বাঁকে আমাদের শেষ দেখা হয়েছিলো,
আমি সেখানেই দাঁড়িয়েছিলাম।
আমি ভেবেছিলাম,
তুমি ফিরবে, জড়িয়ে ধরবে এসে আমাকে।
অথচ তুমি ফিরলে না,
আমাদেরও আর এক হওয়া হলো না।



বুঝি সবই


বলতে তো, বাবা মায়ের আদরের মেয়ে তুমি,
জেদ করে যা যা লাগে সবই আদায় করতে পারলে।
শুধু আমার বেলাতেই তুমি ব্যর্থ হলে?
বুঝি বুঝি, বুঝি সবই, এতোটাও কিন্তু অবুঝ নই।



তুমিহীন চোখের ছলছল


তকদিরে তুমি নেই,
অথচ হৃদয়ে তোমাকে নিয়ে ঘুরি পুরো মফস্বল।
দিন কাটে যেমন-তেমন,
রাত হলেই অশ্রু গড়িয়ে পেরোয় চোখের প্রান্তর।
রাতের আলো ভয় পাই আমি,
লজ্জা পাই দেখাতে তুমিহীন চোখের ছলছল।

إرسال تعليق

أحدث أقدم