শূন্য মফস্বল

বদলে যাওয়া


হারিয়ে যাওয়া আর বদলে যাওয়া কখনোই এক নয়।
হারিয়ে যাওয়া কোনকিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে,
কিন্তু রঙ বদলে যাওয়া কোনকিছু চেনাও না।
সেটা হোক মানুষ কিংবা অন্য কোন জিনিস।



শূন্য মফস্বল


ভালো থাকতেই তোর মাঝে নিজেকে বিলিয়েছিলাম,
একটু সুখের আশায় ভালোবেসেছিলাম,
এরপর মায়ায় জড়িয়েছিলাম তোর।
বুঝলি যেই তোরে ছাড়া জীবন আমার শূন্য মফস্বল,
চালিয়ে দিলি আমার ভালোবাসার গলায় খুর!



অসম্পূর্ণ


যা আমরা পাই না,
তা না হয় ভাগ্যে ছিলো না বলে মেনে নেওয়া যায়।
তবে যাকে পেয়েও এরপর আমরা হারাই,
তার প্রস্থান কি শুধুই দেয় যন্ত্রণাই?
কিংবা নিজেকে ভাবায় অসম্পূর্ণ মানব?
যে সম্পূর্ণতা খুঁজতেই বরং সে হারায়?



বেহায়া


তুমি অবহেলাও নাও, আবার গুরুত্ব দিয়ে মায়াও পুষো।
তুমি ঘৃণাও নাও, আবার ভালোও বাসো।
বিনিময়ে ব্যথাও পাও, তবুও হাসো।
খোবায়েব, ভালোবেসে কতোটা বেহায়া হয়েছো দেখেছো?



ইচ্ছে আর ধর্ম


অপেক্ষা প্রেমিকের ধর্ম,
আর ফেরাটা প্রেমিকার ইচ্ছে।
আমি আমার ধর্মে অটল রইলাম,
তুমি ফিরো কিংবা না ফিরো তোমার ইচ্ছে।

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status