একদিন সব হবে

নাছোড়বান্দা


তবে মনে রেখো,
আমি এতোটাও অবুঝ না, যতোটা অবুঝের ভান করি।
জানি আমার অপেক্ষাও তোমার কাছে আমার মতোই বিরক্তিকর,
কিন্তু তোমার মায়ার ফেসে যাওয়া এক নাছোড়বান্দা আমি,
জেনে-বুঝেও তোমার অপেক্ষাই করি।



সর্বনাশ


খোদাতায়ালা আমাকে সিদ্ধান্ত নেবার স্বাধীনতা দিলো, আমি সেখান থেকে বেছে নিলাম সর্বনাশকে। নিজের সর্বনাশ করার জন্যেও সেখানে অনেকগুলো মাধ্যম ছিলো। খুব বীভৎসভাবে কাজটি করার জন্য আমি তোমার প্রেমকেই বেছে নিতে স্বাচ্ছন্দবোধ করেছিলাম। আমি নিদারুণ সর্বনাশ করে গেলাম নিজের আর তুমিও দিয়ে গেলে আশকারা, এরপর আমরা আমার সর্বনাশ করতে সফল হলাম। এখন? তোমাকে মুক্তি দেওয়ার পর্ব শেষ, শুধু এই অভিশপ্ত জীবন থেকে নিজেকে মুক্তি দেবার পালা।



সুসময়ের আপন


দগ্ধ হৃদয়ের গল্প শুনেই বা ক'জন?
দহনের দিনগুলোতে তারাই বা কোথায় হারায়?
যারা সুসময়ে পরিচয় দেয়, তারা আমাদের আপনজন?
অথচ মনে পড়ে সেদিন,
তাদের জন্যে দিয়েদিলাম নিজের বহু সুখ বিসর্জন।



একদিন সব হবে


আমি জানি, একদিন সব হবে।
একদিন না একদিন হবেই।
সু-সময়, সফলতা, তুমি আর আমাদের সংসার,
একদিন আমাদের সব হবে।
সেদিন তুমি আজকের মতো অবহেলা করবে না তাও জানি।
তুমি আমাকে তার চেয়েও বেশি ভালোবাসবে,
যতোটা আজ ঘৃণাতে রাখো - এ আমি মানি।
আর বেশি বাকি নেই,
ঐ যে দিচ্ছে দেখো সেদিন আমাদের হাতছানি।



বিড়ম্বনা


তুমি আমাকে খুঁজবে না আমিও তোমাকে ডাকবো না, এভাবে কেটে যাবে বহু বছর। তারপর একদিন মনে পড়বে, আমি কাউকে নিজের অস্তিত্বের চেয়েও ভালোবাসতাম। তাকে নিজের করে পাবার জন্য কত বায়না, আবদার আর চেষ্টা করেও পাই নি। কিন্তু তোমার নাম মনে করতে বিড়ম্বনায় পড়বো, যেমন বিড়ম্বনায় থাকি আজ সেই বিটিভিতে দেখা প্রিয় ছবি নাম মনে করতে গেলে।

إرسال تعليق

أحدث أقدم