জীবন যাত্রা

অল্পও জুটে না


তারা বললো, অল্পতে তুষ্ট থাকাতেই সুখ, আমিও মেনে নিলাম। এরপর যতো অল্পতে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, দেখলাম তা পাবার পরিমাণ আরও কমতে শুরু করলো। আর একসময় আমার তা পাওয়াই বন্ধ হয়ে গেলো। এরপর বুঝলাম, অল্পতেই তৃপ্ত হয়ে যাওয়া মানুষের ঐ অল্পটাও জুটে না।



বোকামি


যদি আমি শুধুমাত্র তোমার প্রেমে পড়তাম কসম খোদাতায়ালার তুমি আমাকে এভাবে অবহেলা করতে পারতে না, এর আগেই আমি নিজেই নিজেকে তোমার থেকে ফিরিয়ে নিতাম। কিন্তু আফসোস, আমার সবচেয়ে বড় বোকামি, আমি তোমার মায়ায় ফেঁসে গিয়েছিলাম।



স্মৃতি 


কত সহজে ভুলে গেলে যেন আমি কোনদিন তোমার জীবনে ছিলামই না।
অথচ আমার চেনা-জানা এমন কোন জায়গাই নেই যেখানে আমাদের স্মৃতি নেই।



সৌন্দর্য


প্রত্যেকের জীবনের একটা সৌন্দর্য আছে জানো?
ফুলের সৌন্দর্য ঝড়ে পড়া কিংবা গুজে থাকা প্রেমিকার কর্ণে।
নদীর সৌন্দর্য ভাঙনে, রঙধনুর বিচিত্র বর্ণে।
তোমার সৌন্দর্য পূর্ণতায় আর আমার সৌন্দর্য তোমার অভাবে শূন্যতায়।



জীবন যাত্রা


ভ্রমণরত দূরপাল্লার বাসে পরের ষ্টেশন যতোটা কাছে, তার চেয়েও বেশি কাছে মৃত্যু। আর আমরা তো কেবল যাত্রী, পৃথিবী নামক বাসে অন্ত খুঁজে পেতে অনন্ত যাত্রা করছি। তফাৎ এটুকুই, বাসে আমরা গন্তব্য নির্ধারণ করি আর জীবন নামক যাত্রায় স্বয়ং গন্তব্য নির্ধারণ করে কোন যাত্রী কোথায় আর কখন নেমে যাবে।

إرسال تعليق

أحدث أقدم