দাও অভয়
তোমায় খুঁজে ক্লান্ত আজ আমার এ দিল,
যেথায় লেগে আছে তোমার নামের সীল।
হাতে রাখো হাত,
চেপে ধরো তোমার কোমল গালে।
কিংবা ঠোঁটে করে কপালে এঁকে দাও অভয়,
আলিঙ্গনে প্রতিশ্রুতি দাও ক্লান্ত হৃদয়কে,
হবে আমার, থাকি যেন নির্ভয়।
জোড়াতালি দেওয়া জীবন
সৃষ্টিকর্তা আগে দুঃখ দিয়ে ধৈর্য পরীক্ষা করেন, যে সইতে পারে এরপর তাকে আরও বেশি দুঃখ দেন। এই যে আমি, ছোটবেলা থেকে ছেঁড়া শার্ট সেলাই করে গায়ে দিয়ে, ছেঁড়া জুতা পায়ে দিয়ে, ভাঙা টিফিন বক্সে খাবার খেয়ে খেয়ে ধৈর্য ধরে বলতাম, একদিন সুখ আসবে, উপরওয়ালা ভালো কিছু দিবেন। অথচ আজ দেখি পুরো জীবনটাই আমার ভাঙা, ছেঁড়া আর জোড়াতালি দেওয়া।
ভুল বুঝা - গুন খোঁজা
মানুষ যতোটা সহজে ভুল বুঝতে পারে,
ততোটা সহজে ভালোবাসা বুঝতে পারে না।
মানুষ ছেড়ে দেবার জন্য যতোটা অজুহাত খুঁজে,
ততোটা থেকে যাবার মতো গুন খুঁজে না।
চুমু
মানবসভ্যতার সবচেয়ে সুন্দরতম আবিষ্কার হলো ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে চুমু। আর আমি আমার সভ্যতায় আবিষ্কার করেছি তোমাকে। তুমি বুদ্ধিমতী আর আমি তোমার কপালে চুমু দেই মূলত তোমার মস্তিষ্ক থেকে বুদ্ধি ধার নিতেই। যা আমার পরবর্তীতে ভেবে চলার মতো শক্তি জোগায়।
জীবনসঙ্গী হওয়া
কারো প্রেমিক হওয়া আর জীবনসঙ্গী হওয়া এক না। প্রেমিক তো চাইলেই হওয়া যায়, কিন্তু জীবনসঙ্গী হওয়ার জন্য ভাগ্যে লিখে নিয়ে আসতে হয়।