প্রভুর নাম জয়

বল না মেয়ে


অবহেলার ঘুম ঘুমাচ্ছিস মেয়ে,
হবে রে কবে তোর মাঝে ভালোবাসার ভোর?
দেখ না চেয়ে, হৃদয়ে নাম লিখে বসে আছি,
বল না মেয়ে, কবে লেখাবি আমার নিয়তিতেও নাম তোর?



প্রভুর নাম জয়


প্রভুকে ভুলেছি যবে, সুখ পাইনি খুঁজেও,
শুধু বলে গেলাম সুখ আমার হবে হবে।
জানি না কবে খুলবে হৃদয়ের চোখ,
হৃদয় চাইবে আমি প্রভুর হই, প্রভুও আমার হোক।
অবাধ্য হৃদয় যেন কাফনের পূর্বেই বাধ্য হয়,
মৃত্যুর আগেই যেন কালেমা জুটে, হোক নির্ভীক মৃত্যু,
মরণের ক্ষণে অন্তরে থাকে যেন প্রভুর নাম জয়।



দুঃখের সাথে সন্ধি


দুঃখের সাথে সন্ধি হলো তোমায় ভালোবেসে।
যে ক্ষণ পাশে থাকার কথা ছিলো, তোমার বসো নি এসে,
অথচ দুঃখ দেখো মাথায় হাত রেখে বসলো আমার পাশে।
হও নি আমার, তবুও বানিয়ে গেলে আমাকে দুঃখের অবশেষে।



সর্বোচ্চ পর্যায়ের বোকা


বোকামিও একটা সীমা থাকে, আমি বোধহয় সে সীমাও অতিক্রম করে ফেলেছি। আমি তার মায়ায় আবদ্ধ, আমি আমার আচরণে বুঝিয়ে দেই তাকে ছাড়া আমি অচল আর এটা সে জানে। এরপরও সে আমাকে সম্মান করবে কিংবা ভালোবাসবে এ আশা আমি কীভাবে রাখি? এটা কি বোকামির সর্বোচ্চ পর্যায় নয়?



দুঃখের ভাগ


সুখের ভাগ তো সবাই নিতে চায়, সু-সময়ে সবাই আপনও হয়ে যায়। কিন্তু তুমি যাকে ভালোবাসবে, তুমি বরং তার দুঃখের ভাগ নেওয়ার ইচ্ছে রেখো। বিনিময়ে পাবে যত্ন আর অন্তহীন ভালবাসা।

إرسال تعليق

أحدث أقدم