বিকল্প প্রিয়জন
এইখানে আছে ব্যথা জড়ানো যতোসব স্বপন।
দুঃখ আমাকে করে নিয়েছে তার আপন,
করছে সে স্বযত্নে কপোলে আমার চুম্বন।
তবুও এইখানে আছে বিকল্প প্রিয়জন।
দুঃখকে ছাড়তে হলে করতে হবে মৃত্যুকে আলিঙ্গন।
মনের খোরাকের ভিক্ষুক
সম্পর্ক, গুরুত্ব কিংবা ভালোবাসা এসব ভিক্ষা চাওয়ার জিনিস না।
মানুষ আমাদের তখন সত্যিই ভিক্ষুক ভেবে অবহেলা করতে শুরু করে,
যখন এগুলোকে আমরা আমাদের মনের খোরাক বানিয়ে নেই।
যখন আমরা এসবের জন্য তাদের দ্বারে নত হই।
শুকরিয়া
ধীরে ধীরে যাচ্ছি ক্ষয়ে ক্ষয়ে যেমন নিয়তির লিখনের প্রক্রিয়া।
শুনেছি এটাই জীবন।
ক্ষয়ে, সয়ে, মানিয়ে নিয়ে পালন করা শুকরিয়া।
অজুহাত - ২
তুমি বলেছিলে, তুমি জেদি।
আমি বলেছিলাম, আমিও নির্ভুল নই।
ছেড়ে গিয়ে জেদের প্রমাণ দিলে,
অথচ তুমি তো ভালোবাসিও বলেছিলে।
তবে থেকে গিয়ে কেন ভালোবাসার প্রমাণ দিলে না?
আমাকে সংশোধন করে নিলে না?
জেদ কি আসলেই? নাকি কেবলই অজুহাত?
মিথ্যে অধিকার
আপনত্বের দায়ে অধিকার খাটাতে গিয়ে তোমার কাছে অপরাধী হবো জানলে কোনদিন তোমার আপনই হতাম না।
বেছে নিতাম দূরত্বকে,
যেমন দূরত্বে ছিলাম আমরা যখন তোমাকে চিনতামও না।