মানুষের দাম

পাগল ভাবা


মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই,
মানুষের জন্য পাগলামো করতে নেই।
এতে মানুষ সত্যিই পাগল ভাবে,
আর পাগলের মতোই অবমূল্যায়ন করে।




মানুষের দাম


যাকে মনে ধরে যায়, তাকে বুঝতে না দিয়ে মনে রেখে দেওয়াটাই উত্তম। প্রকাশ করলে মানুষের দাম আকাশচুম্বী হয়ে যায়, যার বিনিময়ে পুরো জীবন নিজেকে তার মাঝে উৎসর্গ করেও সে দাম শোধ করা যায় না।




ভাঙনে অভ্যস্ত


ভাঙতে ভাঙতে আর কিছু বাকি নেই,
যেন ভাঙনে আমার সৌন্দর্য, ভাঙনেই অভ্যস্ত,
দুঃখ পেতেও আজ লাগে না আর ক্লান্ত।
অভ্যন্তরে যতোটা না ভাঙা,
বাহ্যিক মুখোশটা ঠিক ততোটাই শান্ত।




ধৈর্যহীন


আমাকে ধৈর্যহীন বলা হতেই পারে,
তবে একদিন সব ঠিক হয়ে যাবে,
এমন প্রত্যাশা আমি আর করি না।
প্রত্যাশা আমিও করতাম একসময়,
কিন্তু কিছুই ঠিক হয় নি।




হারিয়ে ফেলা


কিছু জিনিস আমরা হারিয়ে ফেলি অবহেলায়।
আর কিছু জিনিস থাকে, যেগুলো আমরা হারাতে চাই না,
আবার ধরে রাখার ক্ষমতাও আমাদের থাকে না,
দিনশেষে সেগুলোও হারিয়ে ফেলি নিজের অনিচ্ছায়।

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status