শ্বাশত ব্যবধান
ভালোবাসা তারাই পায়, যাদের কাছে এটা মূল্যহীন।
আর যে মানুষ একটু ভালোবাসাতেই হয়ে যায় খুশি,
তার জীবনে ভালোবাসার চেয়ে অবহেলা করার মানুষ বেশি।
ভালোবাসা এবং অবহেলার এই ব্যবধান শ্বাশত,
যা চিরদিনই সমান্তরালে হবে জানি অতিবাহিত।
অনিশ্চিত ভবিষ্যত
এ দেহে দেখো যতোটা ক্লান্তি,
মস্তিষ্কে দুঃশ্চিন্তা, একাকীত্ব কিংবা মন খারাপ।
তার খানিকটা হলো অনিশ্চিত ভবিষ্যত,
বাকিটা তোমার অভাব।
পাথরের হৃদয়
যে অনুভূতি প্রকাশ করা যায় না,
সে অনুভূতি মানব আত্মাকে কুরে খায়।
যে কথাগুলো বলা যায় না,
সে কথাগুলোই একদিন হৃদয়কে পাথর বানায়।
লোভী হৃদয়
তোমার প্রতি কত মায়া, আকর্ষণ আমার,
অথচ আমার প্রতি তোমার শুধুই বিকর্ষণ।
ভালোবাসার বদলে তোমার উপহার অবহেলা,
তবুও হৃদয় ভাবে তোমার মন গলতে পারে,
তুমিও হয়তো ভালোবাসে কাছে ডাকতে পারো,
এই লোভে বারবার নিজেকে তোমার দ্বারে করে সমর্পণ।
হাস্যকর
আমি তো আমার নিজের মনের মতো হতেও ব্যর্থ। সেখানে অন্যের মন মতো হতে না পারার আক্ষেপ পোষা কি নিতান্তই হাস্যকর বিষয় নয়?