কবিতাঃ সুখ হবে, কিংবা দুঃখ

সহস্র অনুচ্চারিত গল্প জমে আছে হৃদয়ে,
যেন নদীর গভীর তলদেশে ডুবুরির কণ্ঠরোধ।
শোনাবো কাকে?
এ বিশ্বে তো অনেক কান আছে,
কিন্তু একটিও শ্রবণ পাইনি, বলবো যেখানে নির্ভয়ে।
আজ হঠাৎ তোমায় দেখে মনে হলো,
হয়তো তুমিই সেই বৃষ্টির আর্দ্রতা,
যে আমার বুকের মরুভূমি মাটি স্পর্শ করতে জানে।
বলো রূপসী,
তুমি কি হবে আমার দুঃখের গভীরতম প্রতিধ্বনি,
নাকি হবে স্নিগ্ধতম প্রতীক্ষামান সুখ?
মেলাবে কি দেহের সাথে দেহ, যদি পেতে দেই বুক?

চলো, দেখো একবার,
কেমন লুকিয়ে রেখেছি ভালোবাসা প্রতিটি হৃদস্পন্দনে।
যদি বলি ভালোবাসি, তুমিও কি বাসবে?
রাখবে কি হাত কপালে,
যে রাতে আমার মাঝে ক্লান্তির অন্ধকার ঘনাবে?
মুছে দেবে কি অশ্রু, যখন দৃষ্টি ভারী হয়ে যাবে ক্রন্দনে?

চলো তবে দেখবে, ফুঁড়ে দেখো আমার বুকের সীনা।
বলো সত্যি এবার,
আছে কি কেউ এখানে তোমাকে ছাড়া?
মিথ্যে হেসো না, বলো ঈশ্বর দিব্যি,
হইয়ো না হৃদয়হীনা।
এখানে নেই কেউ, কেবল তুমি আছো,
নেই কেউ এখানে তুমি বিনা।
তবে চলো সাজাই ঘর, বুনি এক সংসার,
হোক আমাদের গল্পেরও একটি সুন্দরতম উপসংহার।

- সুখ হবে, কিংবা দুঃখ

إرسال تعليق

أحدث أقدم