না চেয়েও পাওয়া
কি অদ্ভুত তাই না?
যে মানুষকে চেয়ে চেয়ে নিজের ভালো থাকা হারালেন,
যাকে চেয়ে নিজেকেই ভুলে গেলেন,
যার জন্য বিসর্জন দিলেন আপনার সুন্দর জীবন,
তাকেও কেউ একজন না চেয়েও পেয়ে যাবে।
কোন একদিন
আমি জানি, আক্ষেপে তুমিও একদিন পুড়বে,
আজ তোমাকে ভালোবেসে জ্বলছি যেমন আমি,
তেমনই তুমিও জ্বলবে কোন একদিন।
অনুভব করবে যেদিন,
আমার মতো করে কেউ তোমাকে চায় নি এরপর আর,
আমার মতো ভালোও বাসে নি কেউ বহুদিন।
তফাৎ
কারো কারো কাছে তো প্রেম পোশাকের ন্যায়,
ইচ্ছে হলেই বদলে ফেলে প্রেমকে।
আর কেউ যাকে একবার ভালোবাসে,
সেখানেই থেমে থাকে পুরো জনম।
দুজনই নাকি সৃষ্টির সেরা জীব,
অথচ কতো তফাত!
বোকা যুগল
একজন ভালো থাকার জন্য আরেকজন বেছে নেয়,
সে একজন আবার ভাবে,
যে তাকে বেছে নিয়েছে তাকে ভালো রাখবে।
পারতপক্ষে দু'জনই বোকা,
দিনশেষে কেউই কাউকে ভালো রাখতে পারে না।
নিজের ভালো থাকা নিজের উপরেই,
এবং নিজের ভালো থাকা নিজেকেই নিশ্চিত করতে হয়।
ক্লান্ত সত্তা
তুমি এমন একটা সত্তাকে উপেক্ষা করলে,
যে পারিবারিক সমস্যা, ভবিষ্যতের দুশ্চিন্তা,
সমাজের অপমানে ইতোমধ্যেই ক্লান্ত ছিলো।
যে সত্তা তোমাকে তার ক্লান্তির অবসান, তৃপ্তি ভেবেছিলো,
দিনশেষে তোমার কাছে তার শান্তি খুঁজেছিলো।
বিনিময়
তুমি শোকগাথা হৃদয় উপহার দিয়ে যেতে পারো বহুদূর।
কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি,
শোকের বিনিময়ে যদি বদদোয়াই দেই,
তবে তোমার আর আমার তফাৎ থাকলো কোথায়?
আমি বরং প্রার্থনা করি,
তোমাকে যেন অপূর্ণতা কখনো গ্রাস না করে,
তুমি যেন পাও তোমার প্রত্যাশিত সব সুখ,
মলিন যেন না হয় কখনো তোমার চন্দ্রিমা সে হাসিমুখ।
হৃদয়ের রানী
দূরত্বের ভয় আমাকে দেখিও না,
সে তো আমার কাছে কেবলই একটি শব্দমাত্র।
তুমি আমার হৃদয়ের রানী,
থাকো আমার হৃদয়ের অভ্যন্তরেই,
হৃদয়ের অভ্যন্তরেই তোমার রাজত্ব।
আমি কিন্তু জানি তুমি কতোটা কাছে থাকো,
যতোই তুমি দেখাও না কেন দূরত্ব।
অনুনয়
বসো, ভাবি চলো, বিছিয়ে দাও পাটি।
কিসের জন্যে লড়ছি অকারণে বলো?
চলো সমস্ত অভিযোগদের বলি দিয়ে দেই,
অভিমানদেরও কোণঠাসা করে এক পাশে রাখি।
এরপর চলো বেসে ফেলি বাকি ভালোও,
যতো ভালোবাসা এখনো রয়েছে বাসার বাকি।
দেখো কতো ক্ষণস্থায়ী আমরা,
চলো বাকিটা জীবন একসাথেই থাকি।
মাটি থেকেই এসেছিলাম, ফের তো হয়েই যাবো মাটি।
মূল্যহীন - ২
যার মিথ্যে, ভ্রান্তির মোহেও আমি ডুবে রই,
নিশ্চিত ছলনা জেনেও আমি যেখানে তৃপ্ত হই,
যার অভিনয়ের প্রেম দেখেও আমি খুশি হই,
যাকে আমি ভাবি, আমার দুনিয়া।
কতো অবাক করা কান্ড দেখো!
তার কাছে একটা পিঁপড়ের জীবনের মূল্য যতোটা,
ততোটাও মূল্যবান আমি নই।
নতুন সুভাস
আমি তো কেবল শেষ হয়ে যাওয়া খালি পারফিউমের বোতল,
প্রয়োজন শেষে আমি ফেলনা, কেউ যত্নে রেখে দেয় না।
ওদিকে দেখো, নতুন সুভাস ডাকছে তাকে।