কবিতাঃ যদি অনুশোচনা আসে

ভালোবাসার বেলায় ছিলে উদাসীন,
ফের অবহেলাতে রাখো নি বিন্দুমাত্র কমতি,
দেখালে, মোহ মুছে গেলে প্রেমিকও হয় কতোটা তিক্ত।
এমনভাবে এড়িয়ে গেলে আমায়,
যেন আমি ছিলাম না কেউ, কেবলই অতিরিক্ত।
ফেলে গেলে, মাড়িয়ে গেলে,
যেমন মাড়িয়ে যাও পথের ধারের যে ঘাসগুলো কুয়াশায় থাকে সিক্ত।
ভাঙলে যা, তা তো পাথর ছিল না,
ছিলো হৃদয় আমার, নয় লৌহ ধাতুর ন্যায় শক্ত।

আমার পাপ শুধু অন্ধ বিশ্বাস,
আমার পাপ সে অনন্ত ভালোবাসা।
বিনিময়ে পেয়েছিও তোমার জীবন থেকে নির্বাসন।
আর তুমি?
নিজ ইচ্ছেতেই হারালে কিন্তু নিজেরই প্রেয়সীর আসন।
আমি না হয় বলবো, ভাগ্যে ছিলে না,
নিয়তির ঘাড়ে চাপাবো নিজের প্রেম পাপ।
তবে তুমি যা করলে তা তো ছিল নিখাঁদ স্বেচ্ছায়,
যদি কোনোদিন অনুশোচনা আসে,
কি দিয়ে নিভাবে তারই জ্বলন্ত তাপ?

অযোগ্যের দোহাই দিয়ে খেললে তুমি নিঠুর খেলা,
যোগ্যও এরপর পাও নি, টের পাও যদি শেষবেলা?
আমি না হয় ভালোবাসি বলেই রেখেছিলাম আকাশ উঁচুতে,
সে তো পাবে তোমায় এমনি এমনি, আকাঙ্ক্ষাহীন,
যদি তার না পড়ে তোমার আহ্লাদের প্রয়োজন,
না থাকে অভিমান ভাঙাবার প্রয়োজন কোনকিছুতে?
ব্যর্থতার দায় আমাকে দিয়ে খুঁজলে যেমন জোছনা,
দেখো আবার মনে হয় না যেন, সব ছিলো তোমার ভুল!
তাড়া না করে যেন তোমাকে এরই অনুশোচনা।

- যদি অনুশোচনা আসে

إرسال تعليق

أحدث أقدم