গরম পকেটের আপন
যখন তোমার পকেট গরম থাকবে,
দেখবে চারদিকে শুধু আপনত্বের মেলা।
যখন তোমার পকেট ফাঁকা হয়ে যাবে,
দেখবে আশেপাশে আর কেউ নেই,
কাউকেই আর খোঁজে পাবে না তুমি সে বেলা।
বিলীন
তুমি পেয়েছো তাই যা তুমি চেয়েছো,
আমি জানি তুমি আজ মহাখুশি।
ঠিক এতোটাই খুশি যে,
আজ তোমার ভাবারও অবকাশ নেই!
তোমার অনুভব করার অবকাশ নেই,
পথ শেষ হয়ে গেলে গায়ে লেগে থাকা বালুকণার মতো —
যাকে তোমার জীবন থেকে ঝেড়ে ফেলে দিয়েছো,
তার পুরো জীবন হয়ে আছে তোমার পথে বিলীন।
শিকড় কাটা
একজন ভালোবাসার রঙটাই বদলাতে পারে না,
অন্যজন পুরো নিজেরই রঙ বদলে ফেলে।
বিশ্বাস করো, বিশ্বাস করো বলে যে শিকড়ের জন্ম দেয়,
প্রয়োজন শেষে সে শিকড়ই কেটে ফেলে।
ভাগ্য
তুমি প্রতিজ্ঞা করেছিলে,
আমাদের একসাথে একটা সংসার হবে।
অথচ তুমি ইচ্ছাকৃতভাবেই ভাঙলে সে প্রতিজ্ঞা,
আর আমি এটাকে আমার ভাগ্য বলেই চালিয়ে দিলাম।
অন্যকে চায়
যে সবসময় তোমাকে অন্যের সাথে তুলনা করে,
অন্যের মতো দেখতে চায়,
সে হয়তো ভুলবশত তোমার সাথে জড়িয়ে গেছে।
কিন্তু মন থেকে সে মানুষটা তোমার না,
সে আসলে তোমাকে না, অন্যকেই চায়।
ভিত্তিহীন
তুমি থেকে যাবে বলেও থেকে গেলে না।
অথচ আমি তোমার এই কথাতেই বিশ্বাস করেছিলাম,
ঠিক এতোটাই বিশ্বাস যে, পুরো দুনিয়াকে জানিয়েছিলাম,
তুমি আমার, শুধুই আমার।
তুমি ছেড়ে যাবার পর এখন আমি দুনিয়ায় সামনে ভিত্তিহীন,
আমি কিংবা আমার বলা কথা, কোনটারই মূল্য নেই।
মানুষের মন
মানুষের মন খারাপের কারণ স্বয়ং মন নিজেই।
মানুষ অসম্ভব চাওয়াগুলোই মন থেকে চেয়ে বসে,
আর সেগুলো না পেয়েই মূলত মন খারাপ হয়।
অপ্রকাশিত গল্পকার
এভাবেই অপেক্ষা করে যাবো আমি,
হয়তো স্বয়ং তোমাকেও জানতে দিবো না।
আমি তোমার গল্প সবাইকে শুনাবো তো ঠিকই,
কিন্তু কে তুমি, কে সে ছলনার পূজারী, কে এই গল্পকার,
তা কোনদিনই প্রকাশ করবো না।
কেবল চেয়েছিলাম
অথচ আমি কেবল চেয়েছিলাম একসাথে বৃদ্ধ হতে,
আমি কেবল চেয়েছিলাম একসাথে একটা জীবন কাটাবো,
কেবল চেয়েছিলাম মৃত্যুটাও হয় যেন আমার তোমার ভালোবাসাতে।
ধরো আমার হতে পারো নি, একসাথে থাকা হলো না!
তবে আমার কবরে তোমার নামে একটা ফুল গাছ লাগিয়ে দিবে,
যেন আমি তোমার ঘ্রাণ পাই, শুধু এইটুকুই চেয়েছিলাম।
লাঞ্ছনা
আমি না মনিবের অনুগত কুকুর হতে পারলাম,
আর না কোন কুকুরের যোগ্য মনিব।
আমি মানুষকে নিজের সবটুকুই দিয়েছিলাম,
সেখানেও আমি কোন কৃতজ্ঞতা দেখি নি,
আমার জন্য কেউ কোনদিন কোনকিছু করেও নি।
আমার যা আছে, সবটাই শুধু ব্যর্থতা, লাঞ্ছনা।