কবিতাঃ ভুল পথ

ত্রিশ লক্ষ নদীর স্রোতের বিপরীতে সাতার কেটেছি,
পঞ্চাশ লক্ষ বর্গকিলোমিটারেরও অধিক পথ হেঁটেছি।
ঝড়ে উড়েছি, আগুনে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি।
তীব্র শীতের হাড় হিম করা অনুভবও আমাকে থামাতে পারে নি,
তোমার দিকে আমি অবিরাম ছুটেছি।

কিন্তু যখন তোমার সামনে এসে দাঁড়ালাম,
দেখলাম, যার জন্যে ছুটেছি এতোকাল,
অন্য কেউ তার গলে পড়ায় নিকাহের পবিত্র ফুল।
আমার আগে আর কেউ তোমার কাছে কিভাবে পৌঁছায়?
তুমিই কি অপেক্ষা করো নি আমার জন্য?
নাকি আমি যে পথে ছুটছিলাম সেই পথটাই ছিলো ভুল?

- কবিতাঃ ভুল পথ

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status