তুমি যদি খানিকটা দূরে সরে যাও,
আমার দিক থেকে যদি তোমার দৃষ্টি ফেরাও,
তখন যেন আমার হৃদযন্ত্র থমকে যায় অশ্রুর ভারে।
তোমার স্পর্শ পাওয়া, চুমু খাওয়া প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে হঠাৎ ব্যথাতুর ঘা হয়ে যায়।
আর জানো? আমি এত যন্ত্রণা সইতে পারি না।
তাই তোমাকে ডাকি, খুব কাছে এসো লক্ষ্মীটি।
আমার চোখে তাকাও,
আরেকটু প্রেম নিয়ে, আরেকটু নরম হয়ে।
তোমার চোখের আয়নায় আমি আমাকে আরও কিছুক্ষণ দেখে নিতে চাই।
আমার আয়না কেনবার সামর্থ্য নেই,
কিন্তু তোমাকে ভালোবাসার সক্ষমতা আছে সীমাহীন।
তুমিই বলেছিলে, আমার অশ্রু দেখলে নাকি তোমার মন খারাপ হয়।
আমার আবার ভয় হয়, যদি হঠাৎ রেগে যাও তুমি।
তুমি যখন গভীরভাবে তাকাও আমার চোখে,
তখন আমি এত দ্রুত অশ্রু লুকাবোই বা কীভাবে?
তাই আমার অশ্রু প্রজাপতি হয়ে উড়ে গিয়ে বসে তোমার খোলা চুলে।
ততোক্ষণে তুমি খেয়ালও করো নি।
আচ্ছা বলো তো,
তবুও কেন তুমি দূরে যাও?
এমন প্রেমিককেও কি সত্যিই ছেড়ে যাওয়া যায়?