আমি সেই প্রদীপ হবো,
যার তেজরশ্মি ভেঙে দেবে তোমার মানুষ-সত্তার ঘোর নিদ্রা।
আমি হবো সেই ল্যাম্পপোস্ট,
যার নিচে বসে তুমি শিখবে সত্য বলার বিদ্যা।
আমি হবো সেই সাইকেল,
যেথায় চড়ে তুমি পাঠ নিতে যাবে,
তোমার যদি না-ই থাকে বাহনে চড়বার মুদ্রা।
হও তুমি সত্যের অস্ত্র, কিংবা হও তুমি সিন্ধু।
আমি বেঁধে দেবো পথ।
শুধু এইটুকু আবেদন থাকবে তোমার প্রতি,
সত্য গোপন করো না কভু একবিন্দু।